৫০ বছর পর ইজ্জত আলীর বাড়িতে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ

By স্টার নিউজবাইটস

৫০ বছর পর ইজ্জত আলী মাস্টারের বাড়িতে একত্রিত হলেন একদল মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের সময় এই বাড়িতে থেকে প্রশিক্ষণ নেওয়া মুক্তিযোদ্ধাদের মধ্যে পাঁচ জন ভূষিত হয়েছেন বীর প্রতীক খেতাবে।

লালমনিরহাটের সীমান্তবর্তী চন্দ্রপুর গ্রামের এই বাড়ির মালিক ইজ্জত আলী মাস্টার আজ নেই। বিভিন্ন জায়গা থেকে মুক্তিযোদ্ধারা না আসলে অজানাই থেকে যেত বাড়িটির ইতিহাস।

দেখুন স্টার নিউজবাইটসে।