৬০০০ মানুষের জন্যে একটি নলকূপ

By স্টার নিউজবাইটস

 

চার গ্রামের প্রায় ছয় হাজার মানুষের তেষ্টা মেটায় মাত্র একটি নলকূপ। ভোর থেকেই জমতে শুরু করে ভিড়। কেউ নৌকা নিয়ে, কেউ সাইকেল চড়ে বা ভ্যানে, আবার অনেক নারী মিঠা পানির সন্ধানে আসেন কয়েক কিলোমিটার পায়ে হেঁটে।

দেখুন স্টার নিউজবাইটসে