৮ মাসে মেগা প্রকল্পগুলোর খরচ কেন ৬০ হাজার কোটি টাকা বাড়ল?
চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে দেশের মেগা প্রকল্পগুলোর বাজেট যে পরিমাণে বেড়েছে, তা দুটি পদ্মা সেতুর খরচের প্রায় সমান। প্রকল্পের ব্যয় ও সময়সীমা বৃদ্ধি নিয়ে স্বয়ং প্রধানমন্ত্রী অসন্তোষ প্রকাশ করার পরও এর সুরাহা হচ্ছে না।
ঠিক কী কারণে বারবার মেগা প্রকল্পগুলোর খরচ এবং সময় বাড়ছে? প্রকল্পগুলোর নকশা প্রণয়নের সময় কি সঠিকভাবে ব্যয় নির্ধারণ করা হচ্ছে না? সময়মতো কাজ শেষ করতে না পারার কারণ কি অদক্ষতা নাকি অন্যকিছু?
স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে বাংলাদেশের মেগা প্রকল্পগুলোর অস্বাভাবিক ব্যয় বৃদ্ধি নিয়ে আহসান হাবীবের সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের ডেপুটি প্ল্যানিং এডিটর ওয়াসিম বিন হাবিব।