অকপট জয়া আহসান

By স্টার অনলাইন রিপোর্ট

জয়া আহসানের জয় জয়কার চারদিকে। তিনি দেশের সীমানা ছাড়িযে অভিনয়ের মুগ্ধতায় ছুঁয়ে দিয়েছেন সবাইকে। সম্প্রতি, কলকাতায় মুক্তিপ্রাপ্ত “বির্সজন” ও “ভালোবাসার শহর” ছবিতে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হয়েছেন তিনি। কলকাতার পরিচালক, অভিনেতাদের পছন্দের তালিকায় প্রথম দিকে রয়েছে তাঁর নাম। স্টার লাইভের “আনসেন্সরড উইথ রাফি হোসেন” অনুষ্ঠানে জয়া আহসান অকপটে বলেছেন তাঁর জীবনের অনেক নতুন কথা, আগামী পরিকল্পনা, পুরনো স্মৃতি, প্রেম-ভালোবাসা, ভালো লাগা, বিশ্বাস ইত্যাদি নিয়ে।