‘বাণিজ্যিক ছবির যে কোনো প্রস্তাবে আমি রাজি’

By স্টার লাইভ


জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা “আনসেন্সরড উইথ রাফি হোসেন” অনুষ্ঠানে এসে অকপটে বললেন তাঁর সংসার, ভাঙন ও বর্তমান সম্পর্কের কথা। ভারতের সঙ্গে যৌথ প্রযোজনায় ছবি নির্মাণ নিয়ে তাঁর নিজস্ব ভাবনা প্রকাশের পাশাপাশি কলকাতার সিনেমা “ষড়রিপু” এবং “এপার ওপার” নিয়েও খোলামেলা কথা বলেন তিনি।