এক চাকায় ঢাকার স্টান্ট বাইকাররা

By অনন্ত ইউসুফ

টান টান উত্তেজনায় ভরা হলিউডের "ঘোস্ট রাইডার" ছবিটি মোটর সাইকেল স্টান্টের জন্য সুপরিচিত। মোটর সাইকেল নিয়ে লোমহর্ষক সব কারসাজি দেখানো হয়েছে এতে। কিন্তু আপনি কি কখনো ঢাকায় এমন স্টান্ট করতে দেখেছেন কাউকে?

এই দুঃসাহসিক কাজটিই করছে ঢাকার "হন্ট রাইডারস"। পূর্বাচলের বিভিন্ন সড়কে গত আট বছর থেকে এই বাইকাররা নানা ধরনের স্টান্ট করছেন। এ জন্য তারা নিজেদের নাম দিয়েছে "এক চাকায় ঢাকার স্টান্ট বাইকার"।

এই বাইকার দলের সদস্য সংখ্যা ১৫ জন। খেলাটি উত্তেজনায় ভরপুর হলেও দর্শকদের বিনোদনের আগে সর্বাগ্রে থাকে নিরাপত্তার বিষয়টি। সচরাচর যে স্টান্টগুলো দেখানো হয় তার মধ্যে রয়েছে হুইলিস, স্টপিস ও বার্নআউটস।

তাদের বাইক নিয়ে তাদের কসরত দেখুন ভিডিওতে।

Click here to read the English version