কমলদহ ঝর্ণার সৌন্দর্য

By মিনহাজ উদ্দিন

চট্টগ্রামের খইয়াছড়া এবং নাপিত্যাছড়া ঝর্ণার চেয়ে কম পরিচিত হলেও কমলদহের পর্যটক আকর্ষণ কম নয়। কেননা, বর্ষা শুরু সাথে সাথে এই জলপ্রপাতটির রূপ বেড়ে যায় বহুগুণ।

প্রতিদিন, প্রায় শ-খানেক পর্যটকের পা পড়ে এই ঝর্ণার পাদদেশে।

এই ঝর্ণা দেখতে আপনাকে আসতে হবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বড় দারোগা হাটে। বন-পাহাড়ের ভেতর দিয়ে আধ ঘণ্টা হাঁটার পর পৌঁছে যাবেন কমলদহ।

কমলদহে যাওয়ার পথটা সহজ বলে কোনো গাইড সঙ্গে নেওয়ার প্রয়োজন হয় না। তবে, স্থানীয় যুবকেরা গাইড হিসেবে কাজ করেন। প্রয়োজন হলে তাঁদের সঙ্গে নিতে পারেন।

কমলদহের সৌন্দর্য দেখতে ভিডিওটিতে ক্লিক করুন।