‘কাউকে সাহায্য করতে অনেক টাকার প্রয়োজন নেই’

By স্টার লাইভ

কে বলেছে মানুষের জন্যে কিছু করতে অনেক টাকার প্রয়োজন? আসলে প্রয়োজন শুধু একটা সাদা মনের, মানুষের জন্যে ভালোবাসার এবং মনুষ্যত্বের। তাই প্রমাণ করেছেন জয়নাল আবেদীন – দুধ বিক্রেতা হওয়ার পরও তিনি নিরন্তর কাজ করে যাচ্ছেন মানুষের স্বার্থে।

জয়নাল ময়মনসিংহের প্রত্যন্ত তান হাশাদিয়া গ্রামে নিজ খরচে তৈরি করেছেন একটি হাসপাতাল ও একটি প্রাথমিক বিদ্যালয়।

এগুলোর কোনটির নামকরণ তিনি নিজের নামে করেননি। প্রাথমিক বিদ্যালয়টি তাঁর গ্রামের নামে আর হাসপাতালটি মেয়ে মমতাজের নামে।

জয়নাল বলেন, এগুলো টিকে থাকলেই তিনি খুশি।

২০০১ সালে হাসপাতালটি তৈরির আগে তিনি রিক্সা চালাতেন। গত ১৬ বছরে এই হাসপাতাল থেকে সেবা নিয়েছেন সেই এলাকার প্রায় আড়াই লাখ মানুষ।

৬১ বছর বয়সী এই সমাজসেবক জানান, “ত্রিশ বছর আগে তাঁর বাবা মারা গিয়েছিলেন বিনা চিকিৎসায়। তখনই প্রতিজ্ঞা করি একটি হাসপাতাল তৈরি করে বিনা পয়সায় মানুষের সেবা করবো।”

তাঁর এই স্বপ্ন পূরণে স্ত্রী লাল বানুর সহযোগিতা পেয়েছিলেন।

জয়নালের তান হাশাদিয়া প্রাথমিক বিদ্যালয়টি এখন সরকারী। এই বিদ্যালয়টিতে এখন শতাধিক শিক্ষার্থী রয়েছে।

তিনি দেখিয়েছেন, ইচ্ছা থাকলে উপায় হয়।