গার্মেন্টস শ্রমিকের একদিনের বেতনে সাংবাদিকের একদিন
নতুন কাজে যোগ দেওয়া গার্মেন্টসের একজন শ্রমিকের ন্যূনতম মাসিক মূল মজুরি ৩,০০০ টাকা। সেই হিসেবে তাঁর এক দিনের আয়ে আপনার পক্ষে কি দিনের খরচ মেটানো সম্ভব?
সে চেষ্টাই করেছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক অনন্ত ইউসুফ।
একজন নতুন গার্মেন্টসকর্মীর একদিনের আয় ১০০ টাকা নিয়ে বের হয়ে তিনি দিনের খরচ মেটাতে গিয়ে পুরোপুরি হিমশিম খেয়ে যান। খাবার ও যাতায়াত খরচের একটি অংশ মেটাতে গিয়ে দেখেন দ্রুতই ফাঁকা হয়ে যাচ্ছে পকেট। ভিডিওটিতে দেখুন…