ডিসকভার বাংলাদেশ: সুন্দরবন ঝটিকা সফর

By স্টার অনলাইন রিপোর্ট

প্রবাদে আছে জলে কুমির, ডাঙ্গায় বাঘ। আর তা দেখতে চাইলে চট করে ঘুরে আসতে পারেন রয়েল বেঙ্গল টাইগারের এলাকা – সুন্দরবন।

স্বনামধন্য লেখক অমিতাভ ঘোষ তাঁর ‘দ্য হাংরি টাইড’ উপন্যাসে বিশ্বের সবচে বড় প্যারাবন বা ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের ভয়াল সৌন্দর্যের কথা তুলে ধরেছেন।

তাঁর মতে, সুন্দরবন যেন মর্ত্যের মাটিতে এক টুকরো স্বর্গের স্বাদ। বর্ণনাতীত সৌন্দর্যের সুনিপুণ বর্ণনা দেওয়া রয়েছে উপন্যাসটিতে।

প্রসারিত প্যারাবন, জোয়ার-ভাটার খেলা, বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার, কুমির, চিত্রল হরিণের বিচরণ – এসব মিলে ভয়াল সুন্দর আমাদের সুন্দরবনকে দেখুন স্টার লাইভের এই ভিডিওটিতে।