[ভিডিও] শাকিব খানের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন বুবলি

By স্টার লাইভ

শাকিব খান-বুবলি’র প্রেম নিয়ে খবর রয়েছে মিডিয়ায়। কেউ বলেন প্রেম, কেউ বলেন বন্ধুত্ব। তাঁরা একসঙ্গে "শুটার" ও "বসগিরি" নামে দুটি ছবিতে অভিনয় করেছেন। "বসগিরি" সুপারহিট হয়েছে। এবারের ঈদে "রংবাজ" ও "অহংকার" নামে আরও দুটি সিনেমা মুক্তি পায়। স্টার লাইভের "আনসেন্সরড উইথ রাফি হোসেন"-এ এসে বুবলি বলেছেন শাকিব খানের সঙ্গে তাঁর কী সর্ম্পক, তাঁর সিনেমা ভাবনা এবং নতুন ছবির গল্পসহ অনেক খোলামেলা কথা।