রজতজয়ন্তীতে এলআরবি

By স্টার অনলাইন রিপোর্ট

বাংলাদেশের অন্যতম সফল ব্যান্ড এলআরবি গত বছর রজতজয়ন্তী পার করেছে। ব্যান্ড শো-সহ নানা আয়োজনে এই দীর্ঘ পথচলা উদযাপন করেছেন তারা। সে উপলক্ষেই দ্য ডেইলি স্টার সেন্টারে এসেছিলেন দলনেতা আইয়ুব বাচ্চু। আড্ডার পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় তাঁর সঙ্গে। আলোচনায় প্রাসঙ্গিকভাবেই উঠে আসে সমকালীন গান থেকে শুরু করে ব্যক্তিগত জীনের নানা খুঁটিনাটি দিক। সাক্ষাৎকারটি নিয়েছেন আনন্দধারার ভারপ্রাপ্ত সম্পাদক রাফি হোসেন।