বাংলাদেশে ১ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে দারাজ

By স্টার অনলাইন রিপোর্ট

ই-কমার্স প্রতিষ্ঠান দারাজ আগামী ৩-৪ বছরে বাংলাদেশে ১ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে।

নতুন বিনিয়োগের মাধ্যমে আলিবাবা গ্রুপের সহায়তাপুষ্ট এই ই-কমার্স প্রতিষ্ঠানটি তার কার্যক্রমকে আরও এগিয়ে নিতে অবকাঠামো এবং ইকোসিস্টেম তৈরি করবে।

বাংলাদেশে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরুর ৮ বছর পূর্তি উপলক্ষে দারাজ গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা বিজারকে নিকেলসন আজ এই ঘোষণা দেন।

পাঁচ জন কর্মী ও একটি ওয়েবসাইট নিয়ে ২০১৪ সালে বাংলাদেশে যাত্রা শুরু করে দারাজ। ই-কমার্স প্ল্যাটফর্মটির গ্রাহক সংখ্যা এখন প্রায় ৭০ লাখ। এ ছাড়া ৪১ হাজার সেলার, বহু পার্টনার ও অংশীজন এখন দারাজের সঙ্গে যুক্ত রয়েছে। বাংলাদেশে এখন ই-কমার্স প্ল্যাটফর্মের সংখ্যা প্রায় ১ হাজার ৮০০।

ঢাকায় একটি হোটেলে বর্ষপূর্তি অনুষ্ঠানে দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেছেন, '৫০ হাজারেরও বেশি বিক্রেতা অংশীদারের সাথে, আমরা সারা দেশে ই-কমার্স উদ্যোগের দিগন্ত প্রসারিত করেছি। আলিবাবার অধিগ্রহণ আমাদের এই শক্তির পিছনে একটি বড় ভূমিকা পালন করেছে।'

দারাজ বাংলাদেশের প্রধান বিপণন কর্মকর্তা মো. তাজদিন হাসান বলেন, এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে ই-কমার্সের সম্ভাবনা আকাশছোঁয়া।