পঞ্চগড়ে ২ চা ব্যবসা প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা

By স্টার বিজনেস রিপোর্ট

পঞ্চগড় সদর উপজেলার চা ব্যবসা দুটি প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত।

বৈধ লাইসেন্স না থাকা, নকল ট্রেড মার্ক ও মূসক চালান ব্যবহার, ভ্যাট ফাঁকি ও কালোবাজার থেকে চা কেনার দায়ে এই জরিমানা করা হয়।

পঞ্চগড় সদর উপজেলার মীরপুরি চা'কে ৫০ হাজার টাকা এবং মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্সকে ২ লাখ টাকা জরিমানা করেন বাংলাদেশ চা বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন।

মোহাম্মাদ রুহুল আমীন বলেন, 'চা বোর্ডের লাইসেন্স না নিয়ে অবৈধভাবে ব্যবসা করছে বিভিন্ন প্রতিষ্ঠান। এছাড়া কালোবাজার থেকে চা কিনে সরকারের বিপুল পরিমাণ ভ্যাট ও ট্যাক্স ফাঁকি দিচ্ছে কিছু অসৎ চা ব্যবসায়ী।'

'চা ব্যবসার এসব নানা ধরণের অনিয়ম প্রতিরোধে চা বোর্ড পঞ্চগড়ে গত ৩ দিন ধরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এ অভিযান চলমান থাকবে,' বলেন তিনি।