ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতে চাই সুশাসন: ডিসিসিআই

By স্টার অনলাইন রিপোর্ট

ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সুশাসন, দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা এবং সময়োপযোগী নীতিমালা ও কার্যকর বাস্তবায়ন অপরিহার্য বলে মন্তব্য করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

আজ মঙ্গলবার ঢাকায় ডিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনটির ৬৪তম বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ।

ভূরাজনৈতিক উত্তেজনা, শুল্কহার বৃদ্ধি, সহায়ক রাজস্ব ব্যবস্থাপনা কাঠামোর অভাব, সংকোচনমূলক মুদ্রানীতি, স্থবির বিনিয়োগ, দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি, অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীলতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং চলমান জ্বালানি সংকটের কারণে ২০২৫ সালে বাংলাদেশের অর্থনীতি নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে জানায় সংগঠনটি।

তাসকিন আহমেদ বলেন, 'অন্তর্বর্তী সরকারের নেওয়া কিছু পদক্ষেপের ফলে সাম্প্রতিক সময়ে কিছু ইতিবাচক প্রবণতা দেখা গেলেও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সুশাসন, রাজনৈতিক সদিচ্ছা এবং সময়োপযোগী নীতিমালা ও তার কার্যকর বাস্তবায়নের কোনো বিকল্প নেই।'

সভায় ডিসিসিআইয়ের সদস্যরা বেসরকারি খাতের অগ্রগতির জন্য রাজনৈতিক ঐকমত্যের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ নীতিতে সংস্কার, রাজস্ব ব্যবস্থাপনায় বিদ্যমান জটিলতা দূর করা এবং অটোমেশন পদ্ধতি চালুর আহ্বান জানান তারা।

এ ছাড়া লজিস্টিকস খাতের উন্নয়ন, উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ও কম সুদের ঋণপ্রাপ্তি নিশ্চিত করা, শিল্পখাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির স্থিতিশীলতার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন বক্তারা।

সভায় জানানো হয়, নীতিনির্ধারক, গবেষক ও শিল্প উদ্যোক্তাদের তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করতে ডিসিসিআই প্রথমবারের মতো 'ইকোনমিক পজিশন ইনডেক্স' (ইপিআই) চালু করেছে।

এই সূচকের মাধ্যমে উৎপাদন ও সেবা খাতে অর্থনৈতিক কর্মকাণ্ডের ত্রৈমাসিক পরিবর্তন পরিমাপ করা হবে বলে জানান ডিসিসিআই সভাপতি।