ইমরান ও কোনালের কণ্ঠে নতুন প্রেমের গান

By স্টার অনলাইন রিপোর্ট

'প্রেমের সাগর' শিরোনামে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন সময়ের শ্রোতাপ্রিয় গানের প্লেব্যাক জুটি ইমরান ও কোনাল।

সোমেশ্বর অলির কথায় গানটির সুর ও সংগীত করেছেন সাজিদ সরকার।

'প্রেমের সাগর' শিরোনামের এই গানটি থাকছে 'দহনকাল' সিনেমায়। ফরহাদ হোসেনের চিত্রনাট্যে সিনেমাটি নির্মাণ করবেন মারুফ আহমেদ খান রিজভী। 

ইমরান-কোনাল.jpg
ছবি: সংগৃহীত

আজ বৃহস্পতিবার ইমরান দ্য ডেইলি স্টারকে বলেন, 'দুর্দান্ত একটি  গান গাইলাম সাজিদ ভাইয়ের সুরে। কোনাল ও আমার একাধিক গান দর্শক গ্রহণ করেন। সবমিলিয়ে নতুন এই গানের কম্বিনেশনটা দারুণ হয়েছে। আশা করছি, আমাদের আগের গানের মতো এটিও শ্রোতারা পছন্দ করবেন।'

কোনাল ডেইলি স্টারকে বলেন, 'রোমান্টিক গানের সুর সাজিদ সরকারের স্পেশালিটি। অলি ভাইয়ের গানের কথা আমার খুবই প্রিয়, এর আগেও গেয়েছি। নতুন গানটি মিষ্টি প্রেমের শান্তি লাগার মতো। গানটি করে আমাদের যতটা ভালো লেগেছে, আশা করছি শ্রোতাদের তারচেয়ে বেশি ভালো লাগবে।'

গীতিকার সোমেশ্বর অলি বলেন, 'সাজিদ সরকারের সঙ্গে নিয়মিত কাজ করলেও ইমরান ও কোনালের জন্য দীর্ঘদিন পর লিখলাম। এটি যথেষ্ট রোমান্টিক একটা গান। ছবির একটি গুরুত্বপূর্ণ সময়ে গানটি ব্যবহার করা হবে।'