১০ মাস পর লাইট-ক্যামেরা-অ্যাকশনে শাকিব খান
শাকিব খান। ছবি: স্টার
দীর্ঘ ১০ মাস পর শুটিংয়ে ফিরলেন জনপ্রিয় নায়ক শাকিব খান। গত বছরের নভেম্বরে 'গলুই' সিনেমার শুটিং করে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন। সেখানে ৯ মাস অবস্থান করার পর চলতি বছরের ১৭ আগস্ট দেশে ফেরেন তিনি।
গতকাল রোববার একটি বিজ্ঞাপনের শুটিংয়ে আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন এই শীর্ষ নায়ক।
শাকিব খান বলেন, 'একদম নতুন লক্ষ্য নিয়ে নতুন করে আবার শুরু। ফিরে এলাম চির পরিচিত লাইট-ক্যামেরা-অ্যাকশনে। বিজ্ঞাপনের পর সিনেমার শুটিং করব। একেবারে নতুনভাবে নিজেকে প্রস্তুত করছি। অনেকদিন পর শুটিংয়ে ফিরে ভীষণ ভালো লাগছে। এতদিন এই পরিবেশটা মিস করছিলাম।'
বিজ্ঞাপনে শাকিব খানের সহশিল্পী হিসেবে আছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। চলতি বছরেই বিজ্ঞাপনটি প্রচারে আসার কথা আছে।
সবশেষ রোজার ঈদে শাকিব খান অভিনীত ২টি সিনেমা 'গলুই' ও 'বিদ্রোহী' মুক্তি পেয়েছিল।