অসুস্থ লালনগীতি কণ্ঠশিল্পী ফরিদা পারভীন, আর্থিক সহযোগিতা চাওয়ার খবর ‘সত্য নয়’

By স্টার অনলাইন রিপোর্ট

দেশের খ্যাতিমান লালনগীতি কণ্ঠশিল্পী ফরিদা পারভীন অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছেন তিনি। এর মধ্যে নিউমোনিয়াও ধরা পড়েছে।

এমনটাই জানিয়েছেন শিল্পীর পরিবার।

ফরিদা পারভীনের স্বামী গাজী আবদুল হাকিম দ্য ডেইলি স্টারকে বলেন, 'গত কয়েক মাস ধরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রেখে চিকিৎসা হচ্ছে তার। ফুসফুস আর কিডনিজনিত নানা সমস্যায় ভুগছে ফরিদা। তার শরীর প্রচণ্ড দুর্বল। উঠে দাঁড়ানোর মতো শক্তি পায় না। হাঁটতেও পারে না।'

তিনি আরও বলেন, 'গত কয়েকদিন অনেকে ফরিদা পারভীনের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রয়োজন বলে বিভিন্নভাবে খবর প্রকাশ করছে। এসব মিথ্যা। তিনি একজন লালন সম্রাজ্ঞী। আমি ও তার সন্তানরা সবাই চেষ্টা করব তার জন্যে। কারা এমন খবর ছড়াচ্ছে জানি না। এসব খবর সত্য নয়। সবাই তার জন্য দোয়া করবেন।'