গণমাধ্যম ও সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার প্রতিবাদে শিল্পী সমাজ

By জাহিদ আকবর 

সম্প্রতি দেশের দুই শীর্ষ গণমাধ্যম দ্য ডেইলি স্টার ও প্রথম আলো এবং সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ও উদীচীর কার্যালয়ে হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও সংহতি-সমাবেশ করেছেন শিল্পী-সাহিত্যিকরা। 

আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে ধানমন্ডির সাতমসজিদ রোডে আবাহনী মাঠসংলগ্ন ফুটপাথে অবস্থান কর্মসূচির আয়োজন করে দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ ও নিপীড়ন বিরোধী শিল্পী সমাজ। 

605541153_1456535642798287_2849297960673054700_n.jpg
ধানমন্ডিতে শিল্পী সমাজের অবস্থান কর্মসূচি। ছবি: স্টার

কর্মসূচিতে বক্তরা দ্য ডেইলি স্টার, প্রথম আলো, ছায়ানট, উদীচীর কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।  

একইসঙ্গে এসব অপরাধী কর্মকাণ্ডের সুষ্ঠু বিচার ও দোষীদের শাস্তি দাবি করেন তারা।

601229267_1547257526540706_680929346202712487_n.jpg
ধানমন্ডিতে শিল্পী সমাজের অবস্থান কর্মসূচি। ছবি: স্টার

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, অভিনয়শিল্পী আজাদ আবুল কালাম, আজমেরী হক বাঁধন, বাকার বকুল, অরূপ রাহী, নির্মাতা রেদোয়ান রনী, লুভা নাহিদ চৌধুরী, পলাশসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও গণমাধ্যমের কর্মীরা।  

ছায়ানটের সংহতি-সমাবেশ

হামলা-ভাঙচুরে বিধ্বস্ত ধানমন্ডির ছায়ানট ভবনের সামনে সংহতি-সমাবেশ করেছেন সংগঠনটির শিল্পীরা। 

7329.jpg
ছায়ানটের সামনে সংহতি-সমাবেশ। ছবি: স্টার

রাস্তার ওপর দাঁড়িয়ে সম্মিলিতভাবে রবীন্দ্র, নজরুল সংগীত ও দেশাত্মবোধক গান গেয়ে হামলার প্রতিবাদ জানান তারা। 

এরমধ্যে ছিল- 'মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম', 'চল চল চল ঊর্ধ্ব গগনে বাজে মাদল', 'ও আমার দেশের মাটি', 'যদি তোর ডাক শুনে কেউ না আসে', 'গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান', 'তীরহারা এই ঢেউয়ের সাগর', 'হিমালয় থেকে সুন্দরবন'।

পরে জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। 

গত বৃহস্পতিবার গভীর রাতে দ্য ডেইলি স্টার, প্রথম আলো, উদীচী কার্যালয় ও ছায়ানট ভবনে হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।