‘নতুন বউ’ খ্যাত চিত্রগ্রাহক ও নির্মাতা আব্দুল লতিফ বাচ্চু মারা গেছেন

By স্টার অনলাইন রিপোর্ট

ঢাকাই সিনেমার খ্যাতিমান চিত্রগ্রাহক ও চলচ্চিত্র পরিচালক আব্দুল লতিফ বাচ্চু মারা গেছেন। আজ রোববার দুপুর ১২টার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

দ্য ডেইলি স্টারকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন।

আব্দুল লতিফ বাচ্চুর জন্ম ১৯৪২ সালের ৯ জানুয়ারি সিরাজগঞ্জে। খ্যাতিমান চিত্রগ্রাহক সাধন রায়ের সহকারী হিসেবে তিনি সিনেমায় কাজ শুরু করেন। 'আলোর পিপাসা', 'আগন্তুক', 'দর্পচূর্ণ' সিনেমায় সহকারী চিত্রগ্রাহক ছিলেন। ১৯৬৮ সালে 'রূপকুমারী' সিনেমার মাধ্যমে চিত্রগ্রাহক হিসেবে কাজ শুরু করেন তিনি।

স্বাধীনতার পর কাজী জহির পরিচালিত 'অবুঝ মন' সিনেমায় চিত্রগ্রহণের কাজ করেন বাচ্চু। এরপর 'বলবান' সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তার পরিচালিত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে 'যাদুর বাঁশি', 'নতুন বউ', 'মিস্টার মাওলা' ও 'প্রতারক'। এর মধ্যে 'নতুন বউ' সিনেমাটি তাকে পরিচালক হিসেবে বিশেষ খ্যাতি এনে দিয়েছিল।