দুএকদিনের মধ্যে হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারেন আফজাল হোসেন

By স্টার অনলাইন রিপোর্ট

বরেণ্য অভিনেতা আফজাল হোসেন এখন ভালো আছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। হাসপাতালের সিসিইউতে থেকে গতকাল রাতে তাকে কেবিনে নেওয়া হয়েছে।

আফজাল হোসেনের পারিবারিক সূত্র দ্য ডেইলি স্টারকে জানিয়েছে, এখন ভালো আছেন আফজাল হোসেন। গতরাতে তাকে কেবিনে নেওয়া রয়েছে। আগামী দুএকদিনের মধ্যে তাকে বাসায় নিয়ে যাওয়া হবে।'

এর আগে, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আফজাল হোসেন গত সোমবার রাতে অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসকের পরামর্শে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।