সব মামলায় জামিন না পেলে ইমরান খানকে আবার গ্রেপ্তার করা হবে: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

By স্টার অনলাইন ডেস্ক

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছেন, সবগুলো মামলায় জামিন না পেলে পিটিআই চেয়ারম্যান ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী  ইমরান খানকে আবারও গ্রেপ্তার করা হবে।

আজ শুক্রবার জিও নিউজের সঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, 'আমি গতকাল খুব স্পষ্টভাবে বলেছি যে ইমরান খান যদি তার বিরুদ্ধে নথিভুক্ত সমস্ত মামলায় জামিন পান ও সুরক্ষামূলক জামিন পান তবে আমরা তাকে গ্রেপ্তার করব না। আসলে, আমরা চেষ্টা করব তার জামিন বাতিল করার।'

'যদি কিছু মামলায় তাকে জামিন দেওয়া হয় এবং কিছু মামলা বাকি থাকে, আমরা অবশ্যই তাকে গ্রেপ্তার করব,' বলেন তিনি।