গাজার ২ শতাধিক স্থানে ইসরায়েলের বোমা হামলা
গাজা শহরে ইসরায়েলি বোমাবর্ষণের সময় বিস্ফোরণ। ছবি: এএফপি
গাজায় তীব্র হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনী মঙ্গলবার জানিয়েছে, তারা গাজায় রাতভর বোমা হামলা চালিয়েছে।
এসময় গাজার পাশে রিমাল এবং খান ইউনিসসহ গাজা উপত্যকার ২০০টিরও বেশি স্থানে হামলা চালানো হয় বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।
সামরিক বাহিনী জানিয়েছে, যেসব স্থানে আঘাত করা হয়েছে তার মধ্যে একটি মসজিদের ভিতরে অস্ত্র রাখার জায়গা এবং হামাসের অ্যান্টিট্যাঙ্ক গাইডেড ক্ষেপণাস্ত্র বাহিনীর ব্যবহৃত একটি অ্যাপার্টমেন্ট রয়েছে।