লেবাননে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে ৮ ইসরায়েলি সেনা নিহত
হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে নিহত ইসরায়েলি ক্যাপ্টেন ইতান ইতঝাক ওস্তার। ছবি: আইডিএফ
লেবাননে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে ইসরায়েলের আট সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাত সেনা সদস্য আহত হয়েছেন।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।
এর আগে, আইডিএফ এক বিবৃতিতে জানায় যে, আজ লেবাননের ভেতরে লড়াইয়ে ২২ বছর বয়সী ক্যাপ্টেন ইতান ইতঝাক ওস্তার নিহত হয়েছেন।
তিনি ছিলেন ইগোজ ইউনিটের টিম কমান্ডার। গেরিলা হামলার জন্য বাছাই করা কমান্ডোদের নিয়ে ইগোজ ইউনিটটি গঠিত।
Image
আজ বুধবার লেবাননের দক্ষিণাঞ্চলে ঢুকে পড়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সেখানে হিজবুল্লাহ ও আইডিএফের মুখোমুখি লড়াই চলছে।
এদিকে হিজবুল্লাহর এক মুখপাত্র জানিয়েছেন, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ 'যুদ্ধের প্রথম ধাপের' অংশ।
