ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলায় নিহত ৭

By স্টার অনলাইন ডেস্ক

হিজবুল্লাহর দুই পৃথক রকেট হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলে সাত জন নিহত হয়েছেন। কর্তৃপক্ষের ভাষায়, হতাহতের সংখ্যা গত কয়েক মাসের মধ্যে এটাই ইসরায়েলের জন্য সবচেয়ে ভয়াবহ দিন।

আজ শুক্রবার এই তথ্য জানিয়েছে বিবিসি।

লেবানন সীমান্তের মেতুলা শহরে রকেটের আঘাতে এক ইসরায়েলি কৃষক ও চার বিদেশি কৃষি শ্রমিক নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল ক্যাটজ।

508959142_1243465860339311_1903881551370645761_n.jpg
হিজবুল্লাহর হামলায় নিহত ইসরায়েলি নারী। ছবি: এএফপি

পরবর্তীতে উপকূলীয় শহর হাইফার শহরতলীতে কিব্বুৎজ আফেক এলাকার জলপাই বাগানে এক ইসরায়েলি নারী ও তার প্রাপ্তবয়স্ক ছেলে সন্তান নিহত হন।

লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে, তারা হাইফার উত্তরের ক্রাইয়োত অঞ্চল ও লেবাননের শহর খিয়ামের দক্ষিণে ইসরায়েলি সেনাবাহিনীকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে। লেবাননের ওই শহর মেতুলা সীমান্তের ঠিক ওপারেই অবস্থিত।

বৃহস্পতিবার ইসরায়েলি সামরিক বাহিনী লেবানন থেকে ধেয়ে আসা দুইটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে সক্ষম হলেও প্রতিহত করতে পারেনি। এই দুই ক্ষেপণাস্ত্র সকালে মেতুলার কাছে আঘাত হানে।

নিহত ইসরায়েলি কৃষকের নাম ওমর ওয়েনস্টাইন (৪৬)। তিনি কিব্বুৎজ দাফনার বাসিন্দা ও চার সন্তানের জনক।

taijul
হিজবুল্লাহর হামলায় নিহত ইসরায়েলি কৃষক ওমর ওয়েনস্টেইন। ছবি: এক্স থেকে সংগৃহীত

থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মারিস সানগিয়ামপংসা আজ শুক্রবার নিশ্চিত করেন, এই রকেট হামলা চার থাই নাগরিক নিহত হয়েছেন।

তিনি জানান, অপর এক থাই কর্মী আহত হয়েছেন।

ইসরায়েলি গণমাধ্যম হারেৎজ জানিয়েছে, হামলার সময় ওমর ও বিদেশি কর্মীরা সীমান্তের বেড়ার কাছাকাছি জায়গায় কৃষিকাজে ব্যস্ত ছিলেন।

মেতুলা একটি সামরিক অঞ্চলের অংশ হলেও ইসরায়েলি সামরিক বাহিনী তাদেরকে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল বলে স্থানীয় জরুরি সেবাদাতাদের এক সূত্র জানান।

সেপ্টেম্বরের শেষে এই এলাকাকে সামরিক জোন হিসেবে চিহ্নিত করা হয়। এর কিছুদিন পরই লেবাননের বিরুদ্ধে স্থল অভিযান শুরু করে ইসরায়েল।

কিব্বুৎজ আফেকের বাসিন্দা মিনা হাসোন (৬০) ও তার সন্তান কারমি (৩০) রকেট হামলায় নিহত হন। হারেৎজ জানিয়েছে, এ সময় তারা বাগান থেকে জলপাই সংগ্রহ করছিলেন।

Bangladesh's captain Najmul Hossain Shanto kisses his helmet as he celebrates after scoring a century
হিজবুল্লাহর হামলায় নিহত ইসরায়েলি নারী মিনা ও তার সন্তার কারমি। ছবি: এক্স থেকে সংগৃহীত

কিব্বুৎজ আফেক মেতুলা থেকে প্রায় ৬৫ কিমি দক্ষিণ-পশ্চিমে এবং লেবানন সীমান্ত থেকে এর দূরত্ব ২৮ কিমি।

ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ জানিয়েছে, পশ্চিম গ্যালিলি অঞ্চলে (যেখানে এই কিব্বুৎজের অবস্থান) মোট ৫৫টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। বিকালের শুরুতে গ্যালিলির মধ্যাঞ্চল ও আপার গ্যালিলিও আক্রান্ত হয়।

কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয় এবং বাকিগুলো 'উন্মুক্ত' জায়গায় আঘাত হেনেছে বলে আইডিএফ দাবি করেছে।

সেপ্টেম্বরে লেবাননে সর্বাত্মক হামলা শুরুর পর ইসরায়েলি হামলা দুই হাজার ৮০০ জনেরও বেশি নিহত হয়েছেন। পাশাপাশি প্রায় ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে ও অধিকৃত গোলান মালভূমিতে হিজবুল্লাহর রকেট, ড্রোন ও মিসাইল হামলায় ৬০ জনেরও বেশি নিহত হয়েছেন।