ইরানের ৬ বিমানবন্দরে হামলা, ১৫ উড়োজাহাজ-কপ্টার ধ্বংসের দাবি ইসরায়েলের

By স্টার অনলাইন ডেস্ক

ইরানের পশ্চিমাঞ্চল, পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলের অন্তত ছয়টি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। পাশাপাশি, এসব হামলায় উল্লেখযোগ্য সংখ্যক আকাশযান

ইসরায়েলের সামরিক বাহিনীর বরাত দিয়ে এই তথ্য জানায় সিএনএন।

আজ সোমবার ইসরায়েলের সামরিক বাহিনীর এক মুখপাত্রের বরাত দিয়ে সিএনএন জানায় পশ্চিম, পূর্ব ও মধ্য ইরানের বিমানবন্দরগুলোতে রাতভর এই হামলা চালানো হয়েছে।

পাশাপাশি ইসরায়েলের সামরিক বাহিনী সামাজিক মাধ্যম 'এক্সে' এক বিবৃতি দিয়ে জানায়, ইসরায়েলের হামলায় ইরানের ১৫টি বিমান ও হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে।

ইসরায়েলি বাহিনী জানায়, তাদের হামলার অন্যতম লক্ষ্য ছিল মেহরাবাদ, মাশহাদ ও দেজফুল বিমানবন্দর।

pherdaus_oyyaahid.jpg
ইসরায়েলি সেনাবাহিনীর এক্স হ্যান্ডলে ছয় বিমানবন্দরের মানচিত্র তুলে ধরা হয়। ছবি: এক্স/আইডিএফ

বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করে, তাদের বিমানবাহিনী নিশ্চিত করেছে যে আপাতত ইরানের এসব বিমানবন্দর থেকে আর কোনো আকাশযান উড়তে পারবে না।

যার ফলে, বিমানবন্দর ব্যবহার করে ইরানি সেনাবাহিনী আকাশপথে আপাতত কোনো অভিযান পরিচালনা করতে পারছে না।

এসব হামলায় ইরানের বিমানবন্দরগুলোর রানওয়ে, বাঙ্কার, একটি জ্বালানি ভর্তি উড়োজাহাজ ও ইরানি সরকারের মালিকানাধীন এফ-১৪, এফ-৫ ও এএইচ-১ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও বিবৃতিতে দাবি করা হয়।