কলারোয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

By নিজস্ব সংবাদদাতা,সাতক্ষীরা

সাতক্ষীরার কলারোয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন।

আজ বুধবার সকালে সাতক্ষীরা-যশোর সড়কের কাজীরহাট ও একই এলাকার শাকদাহে এসব দুর্ঘটনা ঘটে।

নিহত মাহমুদ কলি (৪০ পেশায় একজন বাঁশ ব্যবসায়ী ও কলারোয়া উপজেলার কলাটুপির গ্রামের বাসিন্দা এবং নিহত তোয়াব কারিগর (৫৮) সাতক্ষীরা সদর উপজেলার পাথরঘাটা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কাপড় ব্যবসায়ী।

মাহমুদের প্রতিবেশী আব্দুল ওহাব জানান, সকাল ৭টার দিকে মোটরসাইকেলে করে বাড়ি থেকে কলারোয়া বাাজারে যাওয়ার পথে সাতক্ষীরা-যশোর সড়কের শাকদায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে ঘটনাস্থলে মারা যান মাহমুদ।

অন্যদিকে তোয়াবের স্বজনেরা জানান, যশোরের শর্শা উপজেলার বাগাআঁচড়া গ্রাম থেকে শহরে আসার পথে সকালে যশোর-সাতক্ষীরা সড়কের কাজীরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে নিহত হন তোয়াব। 

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর বলেন, নিহত দুই জনের আত্মীয় স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই দাফন করার জন্য আবেদন করেছেন। ফলে তাদের মরদেহ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।