ময়মনসিংহে ৩ বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

By নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ

ময়মনসিংহের ত্রিশালে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহের মধ্যে রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে।

রোববার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট নাজমুল হক খান জানান, রাত ৮টা ৩৫ মিনিটের দিকে ফাতেমানগর এলাকায় ঢাকাগামী অগ্নিবিনা এক্সপ্রেসের ৩টি বগি লাইনচ্যুত হয়। এতে ২ জেলার মধ্যে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এ ঘটনায় ঢাকা থেকে ময়মনসিংহগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহের গফুরগাঁও উপজেলার মশাখালী রেলস্টেশনে আটকা পড়েছে।

এদিকে লাইনচ্যুত ট্রেনটিকে উদ্ধারের জন্য একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে যাচ্ছে বলে জানান নাজমুল হক।