জামালপুরে ব্যবসায়ীর ছুরিকাঘাতে দৈনিক কালবেলার সাংবাদিক আহত
জামালপুরের ইসলামপুর উপজেলায় দৈনিক কালবেলার সাংবাদিক এনামুল হককে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে স্থানীয় ব্যবসায়ী আরিফ মিয়ার বিরুদ্ধে।
আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ইসলামপুর পৌরসভার ঝাওগাড়া এলাকায় আসাদ ডালি রাইস মিল এলাকায় এ ঘটনা ঘটে।
আহত দৈনিক কালবেলার ইসলামপুর উপজেলা প্রতিনিধি এনামুল হক জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকার্তা (ওসি) সুমন তালুকদার জানান, আসাদ ডালি নামের একটি রাইস মিলে অবৈধভাবে বিপুল পরিমাণ ভিজিএফ চাল রাখা হয়েছে বলে খবর পান সাংবাদিক এনামুল হক। পরে স্থানীয় তিন সাংবাদিককে নিয়ে ওই রাইস মিলের ভেতর ঢোকেন তিনি।
এ সময় ভিজিএফ চালের বস্তা রাখা নিয়ে মিল মালিক আরিফ মিয়ার সঙ্গে এনামুলের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আরিফ ছুরি দিয়ে পেটে আঘাত করলে আহত হন এনামুল।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর আরিফ দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ ঘটনায় এখনও মামলা হয়নি বলে জানান ওসি।