মির্জা আব্বাসের বাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

By স্টার অনলাইন রিপোর্ট

দুই মোটরসাইকেল আরোহী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রাজধানীর শাহজাহানপুরের বাসভবন লক্ষ্য করে আজ সকালে দুটি ককটেল ছোড়ে বলে অভিযোগ করেছেন মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।

তিনি বলেন, সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে।

জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস সাংবাদিকদের বলেন, 'বিস্ফোরণে আমাদের পুরো বাড়ি ধোঁয়ায় ঢেকে যায়।'

তিনি জানান, কিছুক্ষণ পর বাড়ির নিরাপত্তা কর্মীরা হামলাকারীদের ধরতে গেলে হামলাকারীরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

নিরাপত্তা কর্মীরা বাসার সামনে পুলিশের পোশাক পরা ছয় থেকে আট জনসহ তিন চারটি মোটর সাইকেল দেখতে পায়। তাদের ঘটনাটি জানানো হলে তারা হামলাকারীদের চলে যেতে বলেন বলে অভিযোগ করেন আফরোজা আব্বাস।

প্রথম ককটেলটি প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয়, বাড়িটি ধোঁয়ায় ঢেকে যায় এবং দ্বিতীয় বোমাটি অবিস্ফোরিত থাকে।

মতিঝিল বিভাগের উপ-কমিশনার হায়াতুল ইসলাম খান দ্য ডেইলি স্টারকে বলেন, শাহজাহানপুর এলাকায় ককটের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।

হামলার জন্য কে দায়ী জানতে চাইলে হায়াত বলেন, 'তদন্তের পর সেখানে কী ঘটেছে তা আমরা বলতে পারব।'