নগর ভবনের প্রধান ফটকে তালা দিয়ে ইশরাক সমর্থকদের বিক্ষোভ

By স্টার অনলাইন রিপোর্ট

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তরের দাবিতে টানা পঞ্চম দিনের মতো বিক্ষোভ করছেন তার সমর্থকরা।

আজ সোমবার সকাল ১১টার দিকে নগর ভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন বিক্ষোভকারীরা।

video.png
সোমবার সকালে দিকে নগর ভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন বিক্ষোভকারীরা। ছবি: প্রবীর দাশ/স্টার

আজ সকাল থেকে ঢাকার বিভিন্ন স্থান থেকে বিক্ষোভকারীরা নগর ভবনের দিকে মিছিল নিয়ে আসেন। সবাই সেখানে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

বিএনপি কর্মী কামরুল ইসলাম বলেন, 'সরকার কেন দাবি মেনে নিচ্ছেন না। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।'

video.png
সবাই সেখানে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। ছবি: প্রবীর দাশ/স্টার

করপোরেশনের শ্রমিক-কর্মচারীরাও ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। এক কর্মী বলেন, 'দাবি মোদের একটাই, মেয়র ছাড়া গতি নাই।'

এদিকে নগর ভবনের সামনের বিক্ষোভকারীদের ভিড় বাড়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।

GnmtlGSz-wODac7W7M4Q_CDKwpm0iZcgpBiw6wXQL80.jpg
ঢাকার বিভিন্ন স্থান থেকে বিক্ষোভকারীরা নগর ভবনের দিকে মিছিল নিয়ে আসেন। ছবি: প্রবীর দাশ/স্টার

এর আগে, গত ১৪ মে ইশরাক হোসেনকে মেয়র পদে নিয়োগের দাবিতে নগর ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তার সমর্থকরা। এরপর, 'ঢাকাবাসী' ব্যানারে বৃহস্পতিবার থেকে টানা বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়।