গাজীপুরে টঙ্গী-চান্দনা চৌরাস্তায় ১২ কিলোমিটারজুড়ে যানজট

By নিজস্ব সংবাদদাতা, গাজীপুর

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত ১২ কিলোমিটার সড়কে তীব্র যানজট দেখা গেছে।

আজ বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে এই জ্যাম শুরু হয়।

যাত্রীরা জানান, টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তায় আসতেই তাদের প্রায় তিন ঘণ্টা সময় লেগেছে।

সেখানে কর্তব্যরত ট্রাফিক পুলিশের ইনস্পেকটর তরিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, বিকেল ৪টার দিকে চান্দনা চৌরাস্তায় আশপাশের যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

flick
ছবি: সংগৃহীত

বিকাল ৫টা ২০ মিনিটের দিকে ট্রাকভর্তি যাত্রী নিয়ে চালক সরাফত আলীকে ময়মনসিংহের উদ্দেশে যেতে দেখা যায়। ট্রাকে শিশু, নারী ও পুরুষ ছিল। টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তায় আসতে কতক্ষণ লেগেছে জানতে চাইলে তিনি বলেন, দুই ঘণ্টারও বেশি সময় লেগেছে।

হাতেম আলী নামে এক যাত্রী বলেন, আমি কিশোরগঞ্জে যাব। এয়ারপোর্ট থেকে জলসিড়ি পরিবহনের টিকিট কেটে বাড়ি যাচ্ছি। তিন ঘণ্টা ধরে যাওয়ায় চেষ্টা করছি। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে বাস।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-কমিশনার (ট্রাফিক) আশরাফুল ইসলাম ডেইলি স্টারকে জানান, মহাসড়কের টঙ্গী বিআরটির ওপর দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় মহাসড়কে যানজট রয়েছে। তবে চেষ্টা করছি যাতে যানজট কমানো যায়।