বহু বছর পর জনগণ স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পাবে: প্রধান উপদেষ্টা

বাসস
বাসস

আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতির প্রসঙ্গ টেনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, 'বহু বছর পর প্রথমবারের মতো জনগণ, বিশেষ করে প্রথমবার ভোটার হওয়া তরুণরা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পাবে। আমি বিশ্বাস করি, এটি একটি উৎসবমুখর ও আশাব্যঞ্জক সময় হবে।'

আজ মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অস্ট্রেলিয়ার নবনিযুক্ত হাইকমিশনার সুসান রাইল প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান। সেখানে প্রধান উপদেষ্টা এ কথা বলেন।

sudan-3.jpg
ছবি: সংগৃহীত

নির্বাচনী সহায়তা নিয়ে সুসান রাইল জানান, বাংলাদেশে নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক, কারিগরি ও পরিচালনাগত সক্ষমতা বৃদ্ধিতে অস্ট্রেলিয়া ইউএনডিপির মাধ্যমে ২০ লাখ অস্ট্রেলিয়ান ডলার প্রদান করবে।

বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে রাইল বলেন, 'আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য পাঁচ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারে পৌঁছেছে, যা গত পাঁচ বছরে বার্ষিক গড়ে ১৬ দশমিক দুই শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে।'