২০ জুলাই থেকে হাতিরঝিলের বাসেও ‘র্যাপিড পাস’
হাতিরঝিলের চক্রাকার বাসেও চালু হচ্ছে স্মার্ট টিকেটিং ব্যবস্থা 'র্যাপিড পাস'। আগামী ২০ জুলাই থেকে এই রুটের সব বাসে কার্ড ব্যবহার করে ভাড়া পরিশোধ করা যাবে। এর আগে গত ১৪ জুলাই থেকে পরীক্ষামূলকভাবে এই সেবা চালু হয়েছে।
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) ডেপুটি ট্রান্সপোর্ট প্ল্যানার ধ্রুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৪ জুলাই পরীক্ষামূলক কার্যক্রমের উদ্বোধনের সময় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরিবহন খাতের অংশীজনেরা উপস্থিত ছিলেন।
এই নতুন টিকেটিং ব্যবস্থায় কারিগরি সহায়তা দিয়েছে সফটওয়্যার প্রতিষ্ঠান 'ডেটাসফট'। যাত্রীদের জন্য ভাড়া পরিশোধ ব্যবস্থা আরও সহজ ও ঝামেলাহীন করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ডিটিসিএ জানিয়েছে, আগামী আগস্ট মাস থেকে গুলশান-পুলিশ প্লাজা রুটে চলাচলকারী 'ঢাকা চাকা' পরিবহনের বাসগুলোতেও এই সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
র্যাপিড পাস মূলত একটি রিচার্জেবল স্মার্ট কার্ড, যা দিয়ে ভাড়া পরিশোধ করা যায়। বর্তমানে ঢাকার মেট্রোরেলে র্যাপিড পাস ব্যবহার করা হচ্ছে।