নালায় পড়ে শিশু সেহরিশ নিহত: তদন্তে উঠে এলো গাফিলতি, সমন্বয়হীনতা

By নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর কাপাসগোলা এলাকায় হিজড়া খালে পড়ে ছয় মাস বয়সী শিশু সেহরিশ নিহতের ঘটনায় আটটি কারণ চিহ্নিত করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন গঠিত তদন্ত কমিটি।

এর মধ্যে রয়েছে রিকশাচালকের অদক্ষতা, সেবা সংস্থাগুলোর অব্যবস্থাপনা, গাফিলতি ও দীর্ঘ দিনের সমন্বয়হীনতা।

ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে জন্য বেশ কিছু সুপারিশ করেছে তদন্ত কমিটি।

সোমবার সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের কাছে প্রতিবেদন হস্তান্তর করেন করপোরেশনের সচিব ও তদন্ত কমিটির আহ্বায়ক মো. আশরাফুল আমিন।

গত ১৮ এপ্রিল রাতে চট্টগ্রামের কাপাসগোলা এলাকায় নবাব হোটেলের পাশের সড়কে ব্যাটারিচালিত একটি রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে পাশে হিজড়া খালে পড়ে যায়। রিকশায় ছিল সেহরিশ, তার মা ও দাদি।

তারা প্রাণে বাঁচলেও প্রবল স্রোতে তলিয়ে যায় সেহরিশ। প্রায় ১৪ ঘণ্টা পর সকালে চাক্তাই খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

ওই ঘটনায় ২২ এপ্রিল একটি তদন্ত কমিটি গঠন করে চসিক।

কমিটিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, স্থপতি, নগরপরিকল্পনাবিদ, প্রকৌশলী, জেলা প্রশাসনের প্রতিনিধি এবং বিভিন্ন সেবা সংস্থার কর্মকর্তারা ছিলেন।

সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও তিন মাস পর তা জমা দেওয়া হয়।

তদন্ত কমিটির আহ্বায়ক মো. আশরাফুল আমিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা মেয়র মহোদয়ের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি। কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে, তা বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে বাস্তবসম্মত তিন স্তরের সুপারিশ করা হয়েছে। যাতে বিভিন্ন ধরনের নকশাও করে দেওয়া হয়েছে।'