একই জায়গায় পাল্টাপাল্টি সমাবেশ, বাসাইল শহীদ মিনার এলাকায় ১৪৪ ধারা

By নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল

টাঙ্গাইলের বাসাইল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের ৫০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

আজ শনিবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আকলিমা বেগম জানিয়েছেন, আগামীকাল রোববার ভোর ৬টা থেকে পরবর্তী ১২ ঘণ্টা ১৪৪ ধারা থাকবে।

এ সময় সমাবেশ, স্লোগান-মিছিল, শোভাযাত্রা, পিকেটিং, মাইক্রোফোন ব্যবহার, ঢাকঢোল পেটানো, গোলযোগ সৃষ্টি, লাঠিসোঁটা, অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক দ্রব্য পরিবহন করা যাবে না।

এ সংক্রান্ত অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, আগামীকাল রোববার দুপুর ২টায় বাসাইল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কাজী আশরাফ হুমায়ুন মুক্তিযোদ্ধা সমাবেশ করার চিঠি পাঠিয়েছেন। রোববার একই জায়গায়, একই সময়ে ছাত্র নেতাদের পক্ষে মো. রনি মিয়া সমাবেশ করার অনুমতি চেয়ে আবেদন করেছেন।

এতে আরও উল্লেখ করা হয়, একই তারিখ ও একই সময়ে দুই পক্ষ সমাবেশ করলে রক্ষপাত ও আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই আইনশৃঙ্খলা ও জনসাধারণের জানমাল রক্ষার্থে উভয়পক্ষের সমাবেশ বন্ধ হওয়া প্রয়োজন।

মুক্তিযোদ্ধা সমাবেশে বঙ্গবীর কাদের সিদ্দিকীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।

কাজী আশরাফ বলেন, 'অনুমতি চেয়ে আমরা আগে আবেদন করেছি। মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠান বানচালের জন্য তারা একই স্থানে সমাবেশ ডেকেছে। তারা আমাদের অনুষ্ঠানের আগে বা পরে সমাবেশ করতে পারতো। তাদের সঙ্গে তো আমাদের কোনো প্রতিহিংসা নেই। ইতোমধ্যে আমরা অতিথিদের দাওয়াত দিয়েছি।'

রনি মিয়া বলেন, 'সারা দেশে আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসন করার চেষ্টা চলছে। যাতে আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসন করতে না পারে, এ জন্য আমরা ছাত্রসমাজ সমাবেশের ডাক দিয়েছি।'

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।