জনপ্রশাসন মন্ত্রণালয়ে বড় পরিবর্তন, সচিব পদ এখনো শূন্য

By স্টার অনলাইন রিপোর্ট

জনপ্রশাসন মন্ত্রণালয়ে নতুন করে আরও আরেকটি বড় ধরনের রদবদল করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি) আরফানুল হককে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন খুলনার বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার।

আজ বৃহস্পতিবার এ বিষয়ে সরকার পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে।

গত ২১ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের বদলির পর ২০ দিন পেরিয়ে গেলেও তার স্থলে সরকার এখনো পর্যন্ত কাউকে নিয়োগ দেয়নি। ইতোমধ্যেই যা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমানকে জনপ্রশাসন সচিব পদে নিয়োগ দিয়েছিল। দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলেও গত ২১ সেপ্টেম্বর তাকে পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগের সদস্য হিসেবে নিয়োগ করা হয়।