জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা

By স্টার অনলাইন রিপোর্ট

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে 'জরুরি বৈঠক' করছে জাতীয় ঐকমত্য কমিশন।

আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বৈঠকে বিএনপির সালাহউদ্দিন আহমেদসহ তিন সদস্যের দল, নাগরিক ঐক্যর মাহমুদুর রহমান মান্না, এনসিপির আখতার হোসেনের নেতৃত্বে তিন সদস্যের দল, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের দিদারুল ইসলাম ভূঁইয়া, এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু, এলডিপির কর্নেল (অব.) অলি আহমেদ, ইসলামী আন্দোলনের আশরাফ আলী আকন্দ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকসহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে, জুলাই জাতীয় সনদ ২০২৫ সই অনুষ্ঠানকে সামনে রেখে আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এই অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি ও অন্যান্য বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজকের বৈঠক হচ্ছে।

জুলাই সনদের চূড়ান্ত কপি গতকাল মঙ্গলবার দলগুলোর কাছে পাঠিয়েছে কমিশন। আগামী শুক্রবার সনদ সই হওয়ার কথা।

তবে, এটি কীভাবে বাস্তবায়ন করা হবে তা নিয়ে এখনো ঐকমত্য হয়নি।

সনদের প্রস্তাবনাগুলো বাস্তবায়নের জন্য গণভোট আয়োজনের বিষয়ে দলগুলো একমত হলেও, ভোটের তারিখ ও পদ্ধতি নিয়ে ভিন্নমত রয়েছে। কয়েকটি দল সনদে সই করার আগে বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট করার দাবি করছে।