আজকের মধ্যে প্রজ্ঞাপন না দিলে বৃহস্পতিবার ‘মার্চ টু যমুনা’

By স্টার অনলাইন রিপোর্ট

দাবি মেনে নিতে আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

আজকের মধ্যে প্রজ্ঞাপন না দিলে তারা বৃহস্পতিবার 'মার্চ টু যমুনা' কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন।

এই ঘোষণার মধ্য দিয়ে প্রায় আড়াই ঘণ্টা অবরোধের পর আজ বুধবার বিকেল পৌনে ৫টার দিকে শিক্ষকরা শাহবাগ মোড় থেকে সরে যান।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, 'যদি আজকের মধ্যে প্রজ্ঞাপন না হয়, আমরা আগামীকাল দুপুর ১২টায় মার্চ টু যমুনা, অর্থাৎ যমুনা অভিমুখে পদযাত্রা পালন করব।'

উপস্থিত শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, 'প্রশাসনের সঙ্গে আলোচনা করতে হবে, তাদেরকে সহযোগিতা করতে হবে, তাদের সহযোগিতা নিতে হবে, তাহলে আপনারা সফল হবেন।'

'এখানে এসেছি প্রায় তিন ঘণ্টা, সরকার প্রতিনিধিও পাঠিয়েছে। বিভিন্ন দিক থেকে কাজ চলছে। আমাদের বিজয় নিয়েই আমরা ফিরে যাব ইনশাআল্লাহ,' যোগ করেন তিনি।

দেলাওয়ার হোসেন আজিজী আরও বলেন, 'আমরা শান্তিপূর্ণভাবে এসেছি, আমরা শান্তিপূর্ণভাবে আবার শহীদ মিনারে যাব। আশা করি কেউ আমাদের এই সিদ্ধান্তের বিরোধিতা করবেন না। আমরা শিক্ষক, আমরা জনদুর্ভোগ চাই না। তবে আমাদের ন্যায্য অধিকার থেকে এক চুলও কেউ আমাদের নাড়াতে পারবে না। প্রয়োজনে আমাদের লাশ যাবে এখান থেকে।'

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজকের মধ্যে প্রজ্ঞাপন না হলে আমরা একদফা—জাতীয়করণের দাবিতে আন্দোলন শুরু করব।'