রাজনৈতিক দলগুলোর ঐকমত্য না হলে সরকারের সিদ্ধান্ত কী হবে—আলোচনা হচ্ছে: শফিকুল আলম
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে নির্ধারিত সময়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাবে এমনটি আশা করছে অন্তর্বর্তী সরকার।
আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানান।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোকে সাত দিনের সময় দিয়েছে সরকার। এ সংক্রান্ত অগ্রগতির বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে শফিকুল বলেন, 'আনঅফিশিয়ালি কিছু তো ডিসকাশন হচ্ছে।'
তিনি আরও বলেন, 'পলিটিক্যাল পার্টিগুলো যদি কোনো ডিসিশন না নেন, তাহলে তো আগেই আমাদের আইন উপদেষ্টা বলেছিলেন যে, সে ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার নিজেই একটা ডিসিশন নেবে। আর কী ডিসিশন হবে সে বিষয়েও এখন প্রস্তুতিমূলক অনেক মিটিং হচ্ছে। কিন্তু আমরা আশা করব, পলিটিক্যাল পার্টিগুলো নিজেরা-নিজেরাই একটা ডিসিশনে আসবে।'
'নির্বাচনের যে স্টেজ তৈরি হয়েছে, পুরো জাতি এখন নির্বাচনের জন্য অধীর আগ্রহে আছে,' যোগ করেন তিনি।