হেফাজতে থাকা আসামির বক্তব্য গণমাধ্যমে, পুলিশ কমিশনারকে নোটিশ

By নিজস্ব সংবাদদাতা, রাজশাহী

পুলিশের হেফাজতে থাকা আসামিকে গণমাধ্যমে কথা বলতে দেওয়ায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মো. আবু সুফিয়ানকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন রাজশাহীর একটি আদালত।

রাজপাড়া থানা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক মামুনুর রশিদ আজ শনিবার এই নির্দেশনা জারি করেন।

কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না—ব্যাখ্যা করতে আরএমপি কমিশনারকে ব্যক্তিগতভাবে আদালতে হাজির হতে বলা হয়েছে।

ঘটনার বিবরণে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামি লিমন মিয়া পুলিশের হেফাজতে থাকা অবস্থায় গণমাধ্যমের সামনে বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি ভুক্তভোগীকে দোষারোপ করেছেন।

অভিযোগকারী পক্ষের সরকারি কৌঁসুলি আলী আশরাফ মাসুম জানিয়েছেন, আদালত পুলিশ কমিশনারকে আগামী ১৯ নভেম্বর হাজির হতে নির্দেশ দিয়েছেন।

কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, 'গত ১৩ নভেম্বর লিমন মিয়া রাজশাহী নগরের ডাবতলা এলাকায় মহানগর জজ মোহাম্মদ আব্দুর রহমানের ভাড়া বাসায় ঢুকে বিচারকের ছেলে তাওশিফ রহমান সুমনকে ছুরিকাঘাতে হত্যা করেন।'

'একই ঘটনায় সুমনের মা তাসমিন নাহার লুসিকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আহত করেন লিমন। পরে পুলিশ ঘটনাস্থল থেকেই লিমনকে গ্রেপ্তার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।'

নোটিশে আরও বলা হয়, 'পরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, পুলিশের হেফাজতে থাকা অবস্থায় আসামি লিমনকে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে দেওয়া হয়েছে, যেখানে তিনি ভুক্তভোগীদের দোষারোপ করেন। এটি সুপ্রিম কোর্টের নির্দেশনার স্পষ্ট লঙ্ঘন।'

এর আগে গত বৃহস্পতিবার বিকেলে বিচারক আব্দুর রহমানের ছেলে তাওশিফ নগরীর ডাবতলার বাসায় খুন হন। তার মা তাসমিন নাহার এখনো হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত লিমনও পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এই ঘটনায় শুক্রবার নগরীর রাজপাড়া থানায় খুনের মামলা দায়ের করা হয়।