স্বাধীনতার পর কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি : জামায়াত আমির

By নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর

স্বাধীনতার পর বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান।

আজ শনিবার দুপুরে ঝালকাঠির নেছারাবাদ মাদ্রাসার মাঠে আয়োজিত ওয়াজ মাহফিলে তিনি এ মন্তব্য করেন। 

ড. শফিকুর বলেন, 'একটা সুষ্ঠু নির্বাচনের পিপাসা নিয়ে জাতি এখন অপেক্ষা করছে।' 

তিনি আরও বলেন, 'এই নির্বাচনে অতীতের মতো কোনো ইঞ্জিনিয়ারিং, মেকানিজম বা ভোট কেড়ে নেওয়ার পাঁয়তারা চালাতে হলে, তাহলে আমি আপনাদের বলব, আপনারা বুলেট হয়ে গর্জে উঠবেন। ওই দুষ্টু হাত আপনারা অবশ করে দিবেন। শুধু ভোট দেবেন না— ভোটের পাহাড়াদারিও করবেন। আপনার ভোটে আপনার প্রতিনিধি নির্বাচিত হবে, সেটি নিশ্চিত না হওয়া পর্যন্ত বিশ্রাম নেবেন না। আমরা আপনাদের সঙ্গে থেকে একসাথে লড়াই করব।'

তিনি সবাইকে শান্তিপূর্ণভাবে ভোট দিতে এবং ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে আরও বলেন, 'যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তাহলে তা মোকাবিলা করবেন।'

জামায়াতের আমির আরও বলেন, 'আসন্ন নির্বাচনের মাধ্যমে একটি "নতুন বাংলাদেশের নতুন ইতিহাস রচিত" হবে।'

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাশিদ আজাদ, জাতীয় নাগরিক পার্টির মহাসচিব আখতার হোসেন, এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও বিএনপি কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালসহ অন্যান্যরা।