১৪তম গ্রেডসহ ৬ দফা: শহীদ মিনারে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

By স্টার অনলাইন রিপোর্ট

নিয়োগবিধি সংশোধন করে বেতন স্কেল ১৬তম গ্রেড থেকে ১৪তম গ্রেডে উন্নীত করাসহ ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। গতকাল শনিবারের পর আজও কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের এই কর্মসূচি অব্যাহত রয়েছে।

'বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন'–এর ব্যানারে কয়েক হাজার স্বাস্থ্য সহকারী আন্দোলন করছেন। স্বাস্থ্য সহকারীরা মূলত প্রান্তিক পর্যায়ে টিকাদান কর্মসূচিসহ জনস্বাস্থ্যের সম্মুখসারির কর্মী হিসেবে কাজ করেন।

সংগঠনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সদস্যসচিব ফজলুল হক চৌধুরী জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা মাঠ ছাড়বেন না। গতকাল রাতেও তারা শহীদ মিনারে অবস্থান করেছেন।

ফজলুল হক চৌধুরী আজ দুপুর সাড়ে ১২টার দিকে জানান, স্বাস্থ্য উপদেষ্টা তাদেরকে আলোচনার জন্য ডেকেছেন। সচিবালয়ে তাদের ১১ সদস্যের একটি প্রতিনিধিদল আলোচনায় অংশ নেবেন।

তবে দাবি আদায়ের বিষয়ে অনড় অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, 'আমাদের ১৬তম গ্রেড থেকে ১৪তম গ্রেডে উন্নীত করার সরকারি আদেশ জারি না করা পর্যন্ত আমরা কর্মসূচি প্রত্যাহার করব না।'

এর আগে গত ২৩ নভেম্বর সংগঠনটি ঘোষণা দিয়েছিল, ২৮ নভেম্বরের মধ্যে দাবি মানা না হলে তারা কর্মবিরতিতে যাবে।

তাদের দীর্ঘদিনের দাবিগুলোর মধ্যে রয়েছে—নিয়োগবিধি সংশোধন, বেতনবৈষম্য নিরসন ও টেকনিক্যাল পদমর্যাদা। এর আগেও গত অক্টোবরে একই দাবিতে তারা কর্মবিরতি পালন করেন। কর্তৃপক্ষের আশ্বাসে তখন কর্মসূচি স্থগিত করা হয়েছিল।