‘সরকার বিচার বিভাগকে প্রভাবিত করে বিএনপির আন্দোলন ব্যাহত করার চেষ্টা করছে’

By স্টার অনলাইন রিপোর্ট

সরকার বিচার বিভাগকে প্রভাবিত করে বিএনপির এক দফা আন্দোলনকে ব্যাহত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক র‌্যালিতে তিনি এ মন্তব্য করেছেন।

তারেক রহমানের বিরুদ্ধে দেওয়া রায় বিএনপির আন্দোলনকে প্রভাবিত করার জন্য দেওয়া হয়েছে বলে মনে হচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'এখন কেন এই রায় ঘোষণা করা হচ্ছে?'

তিনি বলেন, 'শেখ হাসিনার সরকার বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। তারা পরপর দুটি নির্বাচনে কারচুপি করে দেশের নির্বাচন ব্যবস্থাকে দুর্বল করেছে।'

'এবার আর এরকম কোনো সুযোগ থাকবে না। জনগণের ভোটের মাধ্যমে নির্বাচন পরিচালনা করা অপরিহার্য। আজ সব দল একত্রিত হয়েছে', বলেন তিনি।

প্রশাসনের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, 'আপনাদের দায়িত্ব যথাযথভাবে পালন করুন। দেশ ও জনগণের পাশে দাঁড়ান। অন্যায্য আদেশ জনগণ মেনে নেবে না। নিপীড়িত মানুষের পাশে দাঁড়ান।'