বগুড়ায় বিএনপির অনুষ্ঠানে আ. লীগের হামলার অভিযোগ

By নিজস্ব সংবাদদাতা, বগুড়া

বগুড়ায় নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতাকর্মীরা।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকায় অস্থায়ী দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি।

অন্যদিকে একইসময়ে পূর্বঘোষিত শান্তি সমাবেশ আয়োজন করে আওয়ামী লীগ।

2.jpg
বগুড়ায় নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি আয়োজিত অনুষ্ঠান শুরুর আগেই আওয়ামী লীগের একটি মিছিল সেখানে গেলে উভয়পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।

এতে উভয়পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

উপজেলা বিএনপি সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, 'বিকেল ৪টার সময় পার্টি অফিসের সামনে হঠাৎ করে মিছিল নিয়ে আসে নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা। তার নেতৃত্বেই আমাদের ওপর ইট-পাটকেল ছুড়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।'

'তারা লাঠি-হকিস্টিক দিয়ে ৫০টিরও বেশি চেয়ার ভেঙেছে। হামলায় আমাদের ৫ নেতা কর্মী আহত হয়েছেন। এর মধ্যে একজন হাসপাতালে ভর্তি আছেন,' বলেন তিনি।

3.jpg
বগুড়ায় নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজকে আমাদের পূর্বঘোষিত একটি শান্তি সমাবেশ ছিল। শান্তি সমাবেশের আগে আমরা নাশকতার বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল করি। মিছিলটি নন্দীগ্রাম ফিলিং স্টেশনেই সামনে আসলে ছেলেদের মাঝে একটা উত্তেজনা দেখা দেয়। আমরা কোনো হামলা করিনি। বরং বিএনপির মিছিল থেকে আমাদের ওপর ইট-পাটকেল মারা হয়েছে। এতে আমাদের দুজন আহত হয়েছেন।'

নন্দীগ্রাম থানার ওসি মো. আনোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিএনপি তাদের পার্টি অফিসে একটি প্রোগ্রাম করছিল। তাদের সভা শুরুর হওয়ার আগে আওয়ামী লীগের একটি মিছিল বিএনপি কার্যালয়ের কাছে গেলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। উভয়পক্ষের মিছিল থেকে ইট-পাটকেল ছোড়া হয়েছে। আমরা উভয়পক্ষের সঙ্গে কথা বলে তাদেরকে নিবৃত্ত করতে সক্ষম হই।'