‘গোপন বৈঠক’ থেকে জামায়াতের জেলা আমিরসহ ১৫ নেতা আটক

By নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখার আমিরসহ ১৫ নেতাকে আটক করেছে পুলিশ৷

আজ শনিবার সকালে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন৷

তিনি বলেন, 'নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের উদ্দেশে গোপন বৈঠক চলছে এমন তথ্যের ভিত্তিতে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা একটি মসজিদে অভিযান চালিয়ে গতকাল রাত সাড়ে ৮টার দিকে তাদের আটক করেন।'

পুলিশ জানিয়েছে, জামায়াতের জেলা শাখার আমির মমিনুল হক ছাড়াও রূপগঞ্জ উপজেলা ও ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতাকে আটক করা হয়েছে৷

চাইলাউ মারমা বলেন, 'তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। বিকেলে তাদের আদালতে তোলা হবে৷'