নির্বাচনকালীন সরকারের বিষয়ে যা বললেন আইনমন্ত্রী

By স্টার অনলাইন রিপোর্ট

আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, 'প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন তার কত জন মন্ত্রী নির্বাচনকালীন প্রয়োজন।'

আজ মঙ্গলবার সচিবালয়ে নির্বাচনকালীন সরকার প্রসঙ্গে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, 'যদি তার সবার প্রয়োজন থাকে, তাহলে সবাই থাকবেন, আর যদি তিনি মনে করেন, ছোট আকার; করতে পারেন। এটা তার এখতিয়ার এবং সংবিধান তাকে সেই ক্ষমতা দিয়েছে।'

সংবিধানে কোথাও নির্বাচনকালীন সরকারের কথা বলা নেই বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী।

আগামী ২২ অক্টোবর থেকে শুরু হবে বর্তমান সংসদের শেষ অধিবেশন। এ ব্যাপারে আনিসুল হক বলেন, 'সংসদে সব কিছু আলোচনা হতে পারে এবং আইন পাসের পাশাপাশি সব কিছু আলোচনা হবে।'