বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে জি এম কাদেরের বৈঠক
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও জাপা চেয়ারম্যান জি এম কাদের। ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করতে গেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের।
আজ মঙ্গলবার রাতে বঙ্গভবনে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে জাপা সূত্রে জানা গেছে।
বৈঠকে তাদের মধ্যে কী নিয়ে আলোচনা হবে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
সূত্র জানায়, জি এম কাদের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। পরে রাষ্ট্রপতি তার সঙ্গে দেখা করার অনুমতি দেন।
রাত ৮টায় এই বৈঠক শুরু হয় বলে জানিয়েছে সূত্র।
সূত্র আরও জানায়, চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার জন্য জি এম কাদের রাষ্ট্রপতিকে অনুরোধ করবেন।