স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

By স্টার ডিজিটাল রিপোর্ট

স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান দ্য ডেইলি স্টারকে বলেন, খালেদা জিয়া আজ বিকেল সোয়া ৫টায় হাসপাতালে উদ্দেশে তার গুলশানের বাসা থেকে বের হন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানান, চেকআপ শেষে আজই তিনি বাসায় ফিরবেন কি না পরীক্ষা নিরীক্ষার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

গত মাসে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর এটাই খালেদার প্রথম চেকআপ হবে। এর আগে তিনি টানা পাঁচ মাস হাসপাতালে ছিলেন।