সংসদ, রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছরের পক্ষে জামায়াত

By স্টার অনলাইন রিপোর্ট 

সংসদ এবং রাষ্ট্রপতির মেয়াদ পাঁচ বছরের বিষয়ে মত দিয়েছে জামায়াতে ইসলামী। যদিও সংস্কার কমিশন এই দুটি বিষয়ে চার বছর মেয়াদের সুপারিশ করেছে। 

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেন জামায়াতে ইসলামীর নেতারা। পরে দুপুর পৌনে ২টার দিকে মধ্যাহ্ন বিরতিতে এসব তথ্য জানান দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

বৈঠকে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে একমত পোষণ করেছে জামায়াতে ইসলামী। তবে এর ধরন কেমন হবে তা নিয়ে আলোচনা চলছে। 

দ্বিতীয় দফা বৈঠক শেষে বিকেল ৫টার দিকে এসব বিষয়ে বিস্তারিত জানাবেন বলে জানান তাহের।